দুই ট্রলারসহ ৩৪ জেলে এখনো নিখোঁজ

পটুয়াখীলী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২২:১৩

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা ও বরগুনার পাথরঘাটা থেকে দূরবর্তী নারকেলবাড়িয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ জেলে নিখোঁজ রয়েছেন।

আজ বিকেলে আলীপুর মৎস্য বন্দরের ট্রলার মালিক আনোয়ার হোসেন খান সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে এফবি ফেরদাউস নামের একটি মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়। এতে ১৯ জন জেলে ছিলেন।

এফবি ফেরদাউস ট্রলারের মালিক আনোয়ার হোসেন খান বলেন, শনিবার বিকাল পর্যন্ত অন্যান্য ট্রলার নিরাপদে আশ্রয় নিলেও এফবি ফেরদাউস ও ১৯ জেলের সন্ধান নেই। উপকূলের বিভিন্ন স্থানে তাদের খোঁজা হয়েছে। কিন্তু কোথায় তাদের সন্ধান মেলেনি।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল সাগরে ট্রলারসহ ১৯ জেলে ডুবে গেছেন নাকি অন্যদিকে চলে গেছেন তা বলতে পারছেন না কেউ।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মা কুলসুম নামে মাছ ধরা ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে মো. বেলাল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বিকাল তিনটার দিকে কুয়াকাটা সৈকতের পূর্ব ঝাউবাগানসংলগ্ন সৈকতে তার মরদেহ ভেসে আসে। মো. বেলাল হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের কুরবান আলীর ছেলে।

এর আগের দিনে বৃহস্পতিবার পাথরঘাটা উপজেলা থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ইঞ্জিন বিকল হওয়া এমভি তরিকুল নামের মাছ ধরা ট্রলারেরও সন্ধান পাওয়া যায়নি গত দুই দিনে। বৃহস্পতিবার বিকালে ইঞ্জিন বিকল হওয়ার পর থেকে নিখোঁজ ওই ট্রলারে ১৫ জন জেলে ছিলেন।

আবহাওয়াবিদের তথ্যমতে, প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় বুলবুল আজ মধ্যরাতে খুলনা উপকূল দিয়ে বাংলাদেশে আঘাত হানবে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আ.লীগ ক্ষমতায় থাকায় মানুষের জীবনমান উন্নত, সংসদে প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বজ্রপাতে চট্টগ্রাম বিভাগে প্রাণ গেল ছয়জনের

চলতি মাসে আরও দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে

পরিবেশ রক্ষায় প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিক আক্রমণের শিকার হলে সুরক্ষা পাবেন: তথ্য প্রতিমন্ত্রী 

উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের প্রভাব ঠেকাতে স্পিকারকে ইসির চিঠি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা 

আইএমএফের জ্বালানি বিষয়ক পরামর্শের সঙ্গে একমত নয় ক্যাব

যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের কথা শুনতে হয়, এটা দুর্ভাগ্যের: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :