ঘূর্ণিঝড় বুলবুল: লালমোহনে ত্রাণ না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ২০:১৩

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট বুলবুলের আঘাতে ভোলা জেলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে গুরুতর আহত তারেক নামে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রয়োজনীয় চিকিৎসা পায়নি বলে অভিযোগে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, রবিবার দুপুর ১২টার দিকে প্রশাসনের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আর্থিক সহায়তার আশ্বাস দিলেও তাদের তাৎক্ষণিক কোনো ত্রাণসামগ্রী দেয়নি। এতে করে ওই এলাকার লোকজন অনাহারে-অর্ধাহারে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা চর পেয়ারীমোহন গ্রামের বাসিন্দা আবু জাহের বলেন, শনিবার রাত ৯টার দিকে ঘূর্ণিঝড়ে ওই এলাকার ৮-১০টি ঘর বিধ্বস্ত হয়। এতে একই পরিবারের ছয়জনসহ মোট আটজন আহত হয়েছে। কিন্তু ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারকে কোনো ত্রাণসামগ্রী দেয়া হয়নি।

ঘূর্ণিঝড়ে আহত আরিফ বলেন, টর্নেডোর আঘাতে তাদের বসতঘরটি উড়িয়ে নিয়ে যায়। এতে তার বাবা-মা ভাইসহ পরিবারের ছয়জন আহত হয়েছে। কিন্তু তারা এখনও কোনো সরকারি সহায়তা বা ত্রাণ পায়নি।

ক্ষতিগ্রস্ত আলী হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে তার বসতঘরটি উড়িয়ে নিয়ে গেছে। এতে তার স্ত্রী সাজেদা আক্তার ও ছেলে শরীফ আহত হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর ওই এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য কোনো মেডিকেল টিম পাওয়া যায়নি। এমনকি আহত অবস্থায় লালমোহন হাসপাতালে তাদের ভর্তি করা হলেও সেখানে চিকিৎসা না পেয়ে সকালে তারা বাড়ি চলে গেছেন।

উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করছি। যাদের ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, তাদের ওই এলাকার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন, আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ তাদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় খাদ্য ও নির্মাণসামগ্রী বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষক নিহত

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে বিকালে

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :