সাতক্ষীরায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ২২:১০
অ- অ+

সাতক্ষীরা শহরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে নিউ মার্কেটের পাশে তেলপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী সরদার সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী নিউমার্কেট এলাকার দিকে বাই সাইকেলে যোগে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তেলবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার উপর ছটকে পড়েন। রাস্তার উপর পড়ে থাকা আনছার আলীর মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এ সময় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১২নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা