মায়াঙ্কের ডাবল সেঞ্চুরি, বড় লিডের পথে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:২৯| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:০৭
অ- অ+

মায়াঙ্ক আগারওয়ালের ব্যক্তিগত রান তখন ১৯৬। এমন সময় মেহেদী হাসান মিরাজের বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি করলেন এই ভারতীয় ওপেনার। টেস্টে এই দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি করলেন আগারওয়াল। এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৫ করেছিলেন তিনি।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪২৬ রান। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ, ভারতের লিড ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এর আগে চেতেশ্বর পূজারা ৫৪ ও অজিঙ্কা রাহানে ৮৬ রান করে আউট হয়েছেন। অধিনায়ক বিরাট কোহলি রানের খাতা খুলতে পারেননি। ভারতের এই চারটি উইকেটই নিয়েছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা