ফেসবুক-গুগল মানবাধিকারের জন্য হুমকি!

ফেসবুক ও গুগলের ‘নজরদারিভিত্তিক ব্যবসায়িক মডেলকে’ মানবাধিকারের জন্য হুমকি উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
বৃহস্পতিবার প্রকাশিত ৬০ পৃষ্ঠার প্রতিবেদনে অ্যামেনেস্টি বলেছে, গুগল ও ফেসবুকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে পরিষেবাগুলো নেওয়া সত্ত্বেও তারা তাদের প্ল্যাটফর্মে বাড়তি আয়ের জন্য অনেক কৌশল ব্যবহার করে৷
ফেসবুক ও গুগল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ব্যবসায়িক বিজ্ঞাপন দেখাচ্ছে জানিয়ে অ্যামেনেস্টি বলেছে, এই দুটি সংস্থা মানুষের গোপনীয়তার অধিকারের ওপর আক্রমণ চালিয়েছে৷ তারা তাদের পরিষেবাগুলোতে প্রবেশযোগ্যতার বিনিময়ে বিভিন্ন তথ্য ছাড়াও ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়৷ এটি একটি সমস্যা, কারণ, উভয় সংস্থাই মানুষের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে৷
অ্যামনেস্টির মহাসচিব কুমি নাইডু বলেন, ‘আমাদের ডিজিটাল জীবনে তাদের এই নিয়ন্ত্রণ গোপনীয়তার অধিকারকে ক্ষুণ্ণ করছে এবং এটি আমাদের যুগের মানবাধিকার চ্যালেঞ্জের মধ্যে অন্যতম৷’
প্রতিবেদনে অনলাইন পরিষেবাগুলোতে প্রবেশযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের গোপনীয়তা সুরক্ষা করার নীতিমালা বাস্তবায়নে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে৷
‘এই করপোরেশন কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া মানুষদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের৷ তবে গত দুই দশক ধরে প্রযুক্তি সংস্থাগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ব-নিয়ন্ত্রণে চলে গেছে৷’
অ্যামনেস্টির এই প্রতিবেদনের সঙ্গে একমত নয় ফেসবুক৷ ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর স্টিভ স্যাটারফিল্ড তাদের বিজনেস মডেলকে ‘নজরদারিভিত্তিক’ বলে অ্যামেনেস্টির ধারণাকে প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেছেন, ফেসবুকের ব্যবহারকারীরা স্বেচ্ছায় তাদের পরিষেবার জন্য সাইন-আপ করেন৷
ফেসবুকের মতো গুগলও অ্যামনেস্টির প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করলেও এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি৷ –ডয়চে ভেলে
(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

২০ কোটি টাকার সফটওয়্যার চুরির অভিযোগে প্রকৌশলী আটক

বাজারে ক্যাসপারস্কির নতুন সংস্করণ

নতুন বিনিয়োগ পেয়ে আরও শক্তিশালী হয়েছে পিকাবু

বিকাশ অ্যাপে ১৬ টাকা মোবাইল রিচার্জ বা সেন্ড মানি করলে ক্যাশব্যাক

ফোনের জন্য ফাইভ জি চিপসেট আনলো কোয়ালকম

রাইড শেয়ারিংয়ে বিআরটিএ’র তালিকাভূক্ত হলো সহজ

রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেল পাঠাও

৩ জিবি র্যামের অপো এ ফাইভ এলো নতুন সংস্করণে

নতুন স্কুটার আনল টিভিএস
