ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদরের পৌর এলাকার পুকুরে ডুবে হাফসানা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসানা শেরপুর গ্রামের মো. কামাল মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় হাফসানা। একপর্যায়ে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক মো. শাখাওয়াত হোসেন শামীম ঢাকাটাইমসকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
ঢাকাটাইমস/২৩নভেম্বর/ইএস

মন্তব্য করুন