শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ চারজনকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৯, ১৪:৩৮
অ- অ+

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে শাশুড়ি জাকেরা বেগম হত্যা মামলায় পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর এই রায় দেন।

এছাড়া প্রত্যেক আসামিকে আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হচ্ছেন শারমিন আক্তারের সহযোগী জামাল উদ্দিন, নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন। তবে রায়ের সময় আসামিরা ছিলেন না। সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলা সূত্র এবং জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন জানান, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন পুত্রবধূ শারমিন আক্তার। পরদিন নিহতের স্বজন খোরশেদ আলম বাদী হয়ে শারমিন আক্তারসহ চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পাঁচ মাস পর তদন্ত শেষ করে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেয় আদালত।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা