দেশে জঙ্গিবাদ প্রশমনের ক্ষেত্রে যুগান্তকারী রায়: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৯, ১৭:১৬
অ- অ+

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য কেরেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আলোচিত মামরাটির রায়ে সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন।

রায় ঘোষণার পর জঙ্গিবাদ প্রশমনের ক্ষেত্রে এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের দেশ যে জঙ্গিবাদ উৎপাটনের ক্ষেত্রে আন্তরিক এবং দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম- এই মামলার রায় থেকে এটাই প্রমাণ হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়, জঙ্গীবাদ নির্মূলে সরকার যে তৎপর, এ রায়ের মাধ্যমে সেটিও প্রমাণ হয়েছে।’

এ মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসলে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মামলাটি পরিচালনার চেষ্টা করবেন জানান রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা।

তিনি বলেন, ‘এ মামলার ডেথ রেফারেন্স যদি হাইকার্টে আসে আমরা চেষ্টা করব দণ্ড যেন বহাল থাকে। এতে বাংলাদেশের ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল হবে।’

মাহবুব আলম বলেন, ‘এ মামলার রায় থেকে প্রমান হয় আমাদের দেশ জঙ্গিবাদ উৎপাটনের ক্ষেত্রে আন্তরিক। হামলার ওই ঘটনা আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছিল। এ রায়ের ফলে আমাদের সে ভাবমূর্তি, আমাদের দেশে আইনের শাসন এবং জঙ্গিবাদ নির্মূলে আমাদের সরকারের যে তৎপরতা, এটাই প্রমাণিত হয়েছে।’

২০১৬ সালে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের রায় এসেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/এআইএম/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
প্রচণ্ড গরমে শরীর শীতল রাখে জাদুকরী যেসব পানীয়
এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’ অধ্যাদেশ জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা