ইসরায়েলি নির্যাতনের ভয়াবহ চিত্র

ফিলিস্তিনের পঙ্গু যুবকদের ম্যারাথন দৌড়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮| আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩
অ- অ+

কারণে অকারণে ফিলিস্তিনিদের ওপর অকথ্য নির্যাতন চালায় দখলদার ইসরায়েল। কোনো কারণ ছাড়াই গুলি করে প্রকাশ্যে হত্যার বহু ভিডিও প্রকাশ হয়েছে। কিন্তু বিশ্বের মানবতা নিয়ে গলা উঁচু করা দেশগুলো এই ইস্যুতে নিরব। ফিলিস্তিনের হাজার হাজার যুবককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে ইসরায়েলি বাহিনীর অত্যাচারে।

সেই সব যুবকদের উজ্জীবীত করতে এবং তাদে মনোবল বাড়াতে সম্প্রতি আয়োজন করা হয় ম্যারাথন দৌড়ের। সেখানে অংশ নেয় কয়েক ডজন যুদ্ধাহত ফিলিস্তিনি যুবক। পহেলা ডিসেম্বর গাজায় এই আয়োজন করা হয়।

এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে ফিলিস্তিনের এসব পঙ্গু যুবকেরা দেখিয়ে দিতে চেয়েছে যে, ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে তাদের পঙ্গুত্ব কোনো বাধা নয়।

এছাড়া প্রতিবন্ধী এবং দুই পা হারানো ফিলিস্তিনিদের নিয়ে দক্ষিণ গাজার খান ইউনিসে আয়োজন করা হয় হুইলচেয়ার ম্যারাথন। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি অংশ নেয়।

শুধুমাত্র ম্যারাথন দৌড়েই নয়, সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে অনেক পঙ্গু যুবককে। বিক্ষোভের সময় ইসরায়েলের গুলিতে নিহতও হয়েছেন এমন অনেকে।

ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা