ম্যাজিক দেখিয়ে সেলিব্রেশন বোলারের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:১২

ক্রিকেট বা ফুটবল মাঠে সেলিব্রেশনের ধরন এখন অনেক পাল্টে গিয়েছে৷ বাইশ গজ এবার সেলিব্রেশনের সাক্ষী থাকল অন্য ধরনের৷ উইকেট নেওয়ার পর রুমাল নিয়ে ম্যাজিক করে দেখালেন দক্ষিণ আফ্রিকান বোলার তাবরাইজ শামসি৷

দক্ষিণ আফ্রিকার মানসি সুপার লিগে পার্ল রকের হয়ে খেলছেন প্রোটিয়া এই স্পিনার৷ বুধবার এই লিগে ডারবান হিটের ডেভিড মিলারের উইকেট নিয়ে অভিনব সেলিব্রেশন করেন শামসি৷ মিলারের উইকেট নেওয়ার পর পকেট থেকে রুমাল বের করে তার ম্যাজিক দেখানে প্রোটিয়া এই রিস্ট স্পিনার৷ পকেট থেকে লাল রুমাল বের করে তা ‘ম্যাজিক ট্রিক’ করে দেখান শামসি৷

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়৷ এ নিয়ে শামসির বক্তব্য, ‘আমি সব সময় বিভিন্ন জিনিস নিয়ে ম্যাজিক করতে ভালোবাসি৷ ১৫-১৬ বছর বয়সে আমি ম্যাজিসিয়ন হতে চেয়েছিলাম৷ সুতরাং এখন আমার হবি বলতে পারেন৷’

ছোট থেকেই ম্যাজিকের প্রতি টান ছিল চায়নাম্যান প্রোটিয়া বোলারের৷ শামসি বলেন, ‘ছোটবেলা থেকেই ম্যাজিক নিয়ে আমার আগ্রহ ছিল৷ কিন্তু ক্রিকেটকে প্রাধান্য দিই৷ তবে মাঠে এন্টারটেন্ট করাটা আমার অভ্যাস৷ এটা আমি উপভোগ করি৷ এর মধ্যেই আমি মাঠে সেরাটা দিতে চাই৷’

এটা প্রথমবার নয়, এর আগেও সেলিব্রেশনে নজর কেড়েছেন শামসি৷ চলতি বছরে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে শিখর ধাওয়ানের উইকেট নিয়ে এক পায়ের জুতো খুলে ফোন করেছিলেন ২৯ বছরের এই প্রোটিয়া স্পিনার৷ বুধবার ডারবান হিটের বিরুদ্ধে চার ওভারে ৩৭ রান দিয়ে দু’টি উইকেট নেন শামসি৷

(ঢাকাটাইমস/৫ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :