ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৯
অ- অ+

উৎসবমুখর পরিবেশে ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সভায় সভাপতিত্ব করেন।

সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।

সভায় গত দুই বছরে ক্লাবের মৃত সদস্যদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন, বিগত সভার কার্য বিবরণী পাঠ, বার্ষিক আয় ও ব্যায়ের রিপোর্ট উপস্থাপন, সিনিয়র পাঁচজন সদস্যকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সভায় কার্য-নির্বাহী কমিটির সকল সদস্যসহ ক্লাবের সকল সদস্য এবং প্রতিষ্ঠাকালীন ৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

এরপর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য সাজাহান মিয়া, মফিজ ইমাম মিলন, প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী বদিউজ্জামান ভাদু।

পরে সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সকলকে ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য রাখেন।

সভায় মুক্ত আলোচনায় বিভিন্ন মতামত তুলে ধরেন সদস্য মাহফুজুল হক মিলন,পান্না বালা, মশিউর রহমান খোকন,নির্মলেন্দ চক্রবর্তী শংকর,আ ত ম আমীর আলী টুকু, এসএম মনিরুজ্জামান, বিল্লাল চৌধুরী প্রমুখ।

পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, র‍্যাব-৮ এর উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান, পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লাসহ শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা