সাতসকালে সড়কে গেল একই পরিবারের তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৬| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:১৬
অ- অ+

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজী আব্দুল করিম সরকার, তার স্ত্রী অজ্ঞাত ও তাদের মেয়ে কানিজ ফাতেমা। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের বাঘিরগোলা এলাকায়। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে সেতুর পূর্ব দিকের টোলপ্লাজার কাছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়বুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি ও তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা