বাজারে ক্যাসপারস্কির নতুন সংস্করণ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৩২

কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের অধিকতর সুরক্ষা দিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন সংস্করণ ২০২০। নতুন এ সংস্করণ বাজারে প্রচলিত অন্যান্য সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার থেকে হালনাগাদ প্রযুক্তি সম্পন্ন সাইবার সিকিউরিটি।

ক্যাসপারস্কির নতুন ২০২০ সংস্করণের তথ্য জানাতে রবিবার রাজধানীর এক হোটেলে ক্যাসপারস্কি ল্যাব এবং স্মার্ট টেকনোলজিস লিমিটেড সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ভ্যাইরাস দ্বারা ক্ষতি হওয়ার ঝুঁকিতে প্রথম সারিতে আছে। ভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা দিতে ক্যাসপারস্কি নিরলস কাজ করে যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে নিয়মিত হালনাগাদ করছে ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কির নতুন সংস্করণ নিয়ে স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ডিরেক্টর এস এম মহিবুল হাসান বলেন, ‘নিরাপদ সাইবার বিশ্ব গড়ে তুলতে ক্যাসপারস্কির সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতে কাজ করে যেতে চাই।’

অনুষ্ঠানে ক্যাসপারস্কির সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবসঙ্কর খাড়াদে বলেন, ‘ক্যাসপারস্কি প্রতিবছর পণ্যের নতুন সংস্করণ গ্রাহকদের কথা মাথায় রেখেই বাজারে আনে। ক্যাসপারস্কি সবসময় নতুন নতুন উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত সৃষ্ট ভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা দিতে বদ্ধ পরিকর।’

সম্মেলনে স্মার্ট টেকনোলজিসের সফটওয়্যার বিজনেস হেড মিরসাদ হোসেন বলেন, ‘ক্যাসপারস্কি প্রতিনিয়ত ব্যবহারকারীদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা দিচ্ছে। আমরা সবসময় ক্যাসপারস্কির সঙ্গে থেকে সেবা দিয়ে যাব।’

তিনি আরও জানান, ক্যাসপারস্কির নতুন সংস্করণে ফাস্টার স্পিড, এনহান্সড সিকিউরিটি, সুপিরিয়র পারফরমেন্স, ডার্ক মুড, সেফ কিডস এবং পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়ে গুরুত্ব দিয়ে নতুন সংযোজন করা হয়েছে।

আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্যাসপারস্কির কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা