বরিশালে তিন খুন: নিহত বৃদ্ধার পুত্রবধূ গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৩
অ- অ+

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে একই পরিবারের তিনজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার হওয়া তিনজনের মধ্যে মিশুর শাশুড়ি মরিয়ম বেগমও (৭০) রয়েছেন।

রবিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি জানান, এই ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া জাকির হোসের ও জুয়েলের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে মিশরাত জাহান মিশুর জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এরপর তাকে বানারীপাড়ার সলিয়াবাকপুরের ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সলিয়াবাকপুরের হাওলাদার বাড়ি এলাকার প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম, বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই তিনজনকে হত্যা করা হয়েছে সন্দেহে ওইদিনই দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ও র‌্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা