‘অনেক দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ কম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮

পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে অপরাধ কম বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অপরাধী শনাক্তকরণে এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞদের দায়িত্ব অনেক বেশি বলে মনে করেন তিনি।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ইন্দো প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ ল মেডিসিন অ্যান্ড সাইন্স (ইম্পাল্মস) এর ১৩তম কংগ্রেসের জাস্টিন থ্রু ল, মেডিসিন অ্যান্ড সাইন্স এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'বিচার সম্পাদন করতে ফরেনসিক রিপোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে যথাযথ রিপোর্ট না করতে পারলে বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। অপরাধী শনাক্তকরণে সমস্যা হয়। নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়ে যেতে পারে। তাই ফরেনসিক বিশেষজ্ঞদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

দীপু মনি বলেন, 'তথ্যপ্রযুক্তির এই যুগে ক্রিমিনাল ও প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করে। তাই ন্যায়বিচারের স্বার্থে স্বাস্থ্য বিভাগ তথ্য প্রযুক্তি বিভাগ ও বিচারবিভাগসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করাটা খুবই জরুরি।'

কংগ্রেসে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ বিশ্বের উল্লেখযোগ্য ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :