বাইশ গজে ফিরছেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৯
অ- অ+

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছিলেন টি-টুয়েন্টিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩টি সেঞ্চুরির অধিকারি অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তবে সুখবর হচ্ছে শীঘ্রই আবারও ক্রিকেটে ফিরছেন তিনি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগব্যাশ টি-টুয়েন্টির মাধ্যমেই ক্রিকেটে ফিরবেন তিনি। বিগব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হয়ে টুর্নামেন্টে মাঠে নামবেন তিনি। মেলবোর্নের কোচ ডেভিড হাসি বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের মাঝেই মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন মারমুখী এই ব্যাটসম্যান।

আসন্ন বিগব্যাশে মেলবোর্ন স্টার্সকে নেতৃত্ব দিবেন ম্যাক্সওয়েল। ইতোমধ্যেই মেলবোর্নের প্রাক মৌসুম অনুশীলনে যো্গ দিয়েছেন এ অলরাউন্ডার। ম্যাক্সওয়েলের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়েছেন মেলবোর্ন কোচ মাইক হাসি।

তিনি বলেন, ‘সবুজ জার্সিতে ম্যাক্সিকে দেখে আসলেই অনেক ভালো লাগছে। মানসিক অবসাদের মতো সংকট কাটিয়ে সে আবার ক্রিকেটে ফিরেছে এটি অনেক আনন্দের সংবাদ। এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়াই হবে তার লক্ষ্য।’

দীর্ঘ চার সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকার পর আবারও প্রত্যাবর্তন করছেন ম্যাক্সওয়েল। বিগব্যাশ খেলার পর আইপিএলেও খেলতে পারেন ম্যাক্সি।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: পররাষ্ট্র উপদেষ্টা
এহসান মাহমুদে বিব্রত বিএনপি, যেভাবে দলে ঢোকেন তিনি
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা