ভৈরবে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকদের মতবিনিময়

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:৪২
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে চিকিৎসকদের মতবিনিময় সভা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে এ সভা হয়।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ভৈরব শাখার আয়োজিত সভায় সংগঠনের সভাপতি ডা. আজিজুল হক স্বপনের সভাপতিত্বে বক্তব্যে দেন- হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ফারুক আহমেদ, ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, আল শেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ছিদ্দিকুর রহমান, রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম ভৈরবী, ডা. মমতাজুল হক মুক্তা, পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ও এনটিভির স্টার্ফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, রিপোর্টাস ক্লাব ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ডা. কাজী আব্দুল্লাহ আল মারুফ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল মাছুম, বাংলা টিভির প্রতিনিধি এমআর সোহেল সেন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, স্থানীয় সমাধান টিভির চেয়ারম্যান ডা. আব্দুল লতিফ, জিটিভির প্রতিনিধি এমএ হালিম, মুভি বাংলা টিভির প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমআর রুবেল, দৈনিক সময়ের আলো ও ঢাকাটাইমসের প্রতিনিধি রাজীবুল হাসান, এশিয়ান টিভির প্রতিনিধি সজীব আহমেদ, মাই টিভির প্রতিনিধি মো. শাহনুর, গৃহকোণের স্টাফ রিপোর্টার হৃদয় আজাদ, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, ট্রমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় মোস্তাফিজ আমিন তার বক্তব্যে বলেন, সংবাদকর্মীদের চিকিৎসকদের বিরুদ্ধে কোন সংবাদ পরিবেশন করতে যথোপযুক্ত তথ্য জেনে সংবাদ পরিবেশন করতে হয়। তাহলেই সংবাদের বিভ্রাট সৃষ্টি হবে না।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা