সান্তোকির ‘নো’ বল নিয়ে মুখ খুললেন পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২৬ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫১

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডার বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে সিলেটের পেসার ক্রিশমার সান্তোকির অবিশ্বাস্য নো বল ও ওয়াইড নিয়ে কিছু বলতে নারাজ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। বিশেষ আসরে এই অনাকাঙ্ক্ষিতর্ ঘটনা এখন সমালোচনার তুঙ্গে। তাই এবার সান্তোকির ‘নো’ বল প্রসঙ্গে নিজেদের ভূমিকা সাফ পরিষ্কার করে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন সান্তোকি ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার বিষয়টি দেখার দায়ভার পুরোপুরি আইসিসির উপর।

মাঠের ক্রিকেট শুরুর আগে বিপিএল ঘিরে নানা বিতর্ক সামনে আসলেও ব্যাট-বলের লড়াই শুরু হলে সেটা কেটে যাবে এমনটাই ভেবেছিল ভক্ত-সমর্থকরা। তবে বিতর্কের ধারাবাহিকতা বজায় রেখে উদ্বোধনী ম্যাচেই সামনে এলো বিতর্কিত ইস্যু, সম্ভবত যা টুর্নামেন্টের অন্যতম ইস্যুও হতে যাচ্ছে। সিলেট থান্ডারের হয়ে বিপিএল খেলা ক্যারিবিয়ান বোলার স্যান্তোকির সেই বিশাল ‘নো’ বল।

ঘটনা ঘটার তিনদিন পার হলেও এ বিষয় নিয়ে কোনো কথা শোনা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তরফ থেকে। তবে এবার এ বিষয় কথা বললেন বিসিবি সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা আমাদের দেখার বিষয় নয়, এ নিয়ে কাজ করবে খোদ আইসিসির দুর্নীতি দমন ইউনিট।। এখানে আমাদের কিছু নেই করার। নো বল হয়েছে, নো বলটা বড়। নো বল খুবই সাধারণ ঘটনা। এর মধ্যে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখার কথা না। সাধারণত এটা আইসিসি দেখে।’

তাছাড়া বিসিবি সভাপতি আরও বলেন, ‘ এবার প্রত্যেক দলের সাথে এন্টি করাপশন ইউনিটের লোক আছে এবং এটা ওরাই ঠিক করে দিয়েছে, আমরা কোনো ইন্টারফেয়ার করিনি। এর মধ্যে কিছু আছে কি নেই সেটা ওরা দেখবে। এটা নিয়ে আমাদের কিছু বলারও কথা না। এটা নিয়ে কথা বলার কোনো প্রশ্নই নেই।’

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :