পেস বোলিংয়ে শক্তি বাড়ছে বাংলাদেশের: রিয়াদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৬
অ- অ+

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের উইকেট ব্যাটসম্যান-বোলারদের জন্য ভালো বলে মনে করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গত রাতে বিপিএলের ১২তম ম্যাচে ঢাকা প্লাটুনকে হারানোর পর উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন মাহমুদুল্লাহ। উইকেট নিয়ে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথেও এক মত পোষণ করেন মাহমুদুল্লাহ।

ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে মাহমুদুল্লাহ বলেন, ‘এটা আন্তর্জাতিক মানের উইকেট। এ ধরনের উইকেটে খেলতে হলে ব্যাটসম্যানদের যেমন স্কিলফুল হতে হয়, তেমনি বোলারদেরও টেকনিক্যাল হতে হয়।’

ঢাকাকে হারানোর পেছনে স্থানীয় খেলোয়াড়দের অবদান বেশি বলে জানান মাহমুদুল্লাহ, ‘আমারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। ছেলেরা অত্যন্ত ভালো খেলেছে। তবে স্বস্তির বিষয় হলো লোকাল খেলোয়াড়রা ভালো করছে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো।’

এবারের বিপিএলে পেস বোলাররা ভালো করায় খুশি মাহমুদুল্লাহ। দেশের ক্রিকেটের জন্যই এমনটা ভালো বলে মনে করেন তিনি, ‘তাসকিন-মোস্তাফিজ আমাদের দেশের সম্পদ। তাদের একটু সময় দেয়া উচিত। নিজেদের প্রমাণ করার যোগ্যতা তাদের আছে। মুগ্ধ নামে বেশ কয়েকদিন আগে একজনকে দেখলাম। সে খুব দ্রুত বল করতে পারে। যেটা ভালো লাগছে, আমাদের পেস বোলিংয়ের শক্তিটা আরও বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে যদি একটা সুস্থ প্রতিযোগিতা থাকে সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো।’

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবারের বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মাহমুদুল্লাহ। গত রাতেও ঢাকার বিপক্ষে ব্যাট করার সময় পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠেছে তার। তারপরও ঐ অবস্থাতেই ব্যাট করেছেন, দলকে রানের পাহাড়ে বসান মাহমুদুল্লাহ। ইনজুরির অবস্থা জানতে চাওয়া হলে মাহমুদুল্লাহ বলেন, ‘আগে যেখানে ইনজুরি ছিল সেখানেই আবার টান লেগেছে। এখন স্ক্যান করে দেখতে হবে।’

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হচ্ছেন চার্ল ল্যাঙ্গেভেল্ড। এ ব্যাপারে মাহমুদুল্লাহ বলেন, ‘তিনি খুব ভালো কোচ, আমি যে ক’দিন কাজ করলাম তার সাথে, তিনি খুব ভালো কোচ। তিনি খুব দক্ষ কোচ। এখন চলে গিয়েছে। সম্ভবত বোর্ড নতুন কোচ খুঁজে বের করবে।’

(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা