সাংগঠনিক সম্পাদক হলেন মির্জা আজম ও কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৯| আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০
অ- অ+
মির্জা আজম ও এস এম কামাল

আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নতুন দুজন যুক্ত হয়েছেন। তারা হলেন মির্জা আজম এমপি ও এস এম কামাল হোসেন। আগের কমিটির তিনজন এই পদে বহাল আছেন।

শনিবার দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়। দলের সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম শেখ হাসিনার আগের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমান মন্ত্রিসভায় স্থান পাননি।

আর সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন আগের কমিটির নির্বাহী সদস্য ছিলেন। খুলনা সিটি নির্বাচনসহ কয়েকটি নির্বাচনে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টক শোতেও পরিচিত মুখ।

আগের কমিটির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী কোনো পদ পাননি। আর বাহাউদ্দিন নাছিম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

আগের পদে বহাল আছেন আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা