বড়দিনের ছুটিতে আর্জেন্টিনায় মেসি

পরিবারের সাথে বড়দিনের ছুটি উপভোগ করতে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। রবিবার তার স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় পৌঁছান এই ক্ষুদে জাদুকর।
আলাভেজের বিপক্ষে ম্যাচে দলের ৪-১ গোলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। এই ম্যাচে একটি গোল করে চলতি বছর ৫০ গোল নিয়ে শেষ করলেন মেসি। এই নিয়ে নবমবারের মতো বছরে ৫০ গোল বা তার অধিক করার কীর্তি স্থাপন করলেন এই ক্ষুদে জাদুকর।
ঘরের মাঠে আলাভেজকে হারানোর ঠিক পরের দিনই আর্জেন্টিনার উদ্দেশে যাত্রা শুরু করেন মেসি। এই যাত্রায় মেসির সঙ্গী হিসেবে বরাবরের মতো উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এনতেনোল্লা রোকুজ্জো। সেই সাথে আরও ছিল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরো।
বড়দিনের ছুটি কাটিয়ে দলের সাথে আগামী বছরের ২ জানুয়ারি যোগ দেবেন মেসি। বার্সার বাকি সদস্যরা ২৯ ডিসেম্বরই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/২৪ ডিসেম্বর/এআইএ)

মন্তব্য করুন