ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে ফেরত আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬| আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮
অ- অ+
ফাইল ছবি

ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটে ১৯ বিজিবি ব্যাটালিয়নের মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।’

আগের যেকোনো সময়ের চেয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বেশ ভালো বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার বারবার বলেছে কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না।

এ সময় উপন্থিত ছিলেন বিজিবি উত্তরপুর্ব রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুখ জামিল প্রমুখ।

ভারতে এনআরসির কারণে বাংলাদেশে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বিভিন্ন মহল। বলা হচ্ছে, নাগরিক পঞ্জির বাইরে থাকা নাগরিকদের বাংলাদেশি অভিহিত করে তাদের সীমান্ত দিয়ে এ দেশে পুশ করা হতে পারে। তবে সরকার এ ধরনের কোনো আশঙ্কা নাকচ করে দেয়।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা