কর্মীকে মারধরে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ২১:১৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারসহ নয় নেতাকর্মীর বিরুদ্ধে পৌর যুবলীগের সদস্য জীবন আহম্মেদকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার রাতে আহত জীবনের মা বেদানা খাতুন এ মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- দ্বারিয়াপুর গ্রামের পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য রামবাড়ি গ্রামের রতন, পৌর যুবলীগের সদস্য রূপপুর গ্রামের জনি, দরগাহপাড়া গ্রামের মাসুম, যুবলীগ কর্মী দ্বারিয়াপুর গ্রামের টুটুল, শামীম, শক্তিপুর গ্রামের হৃদয় ও উজ্জ্বল। এর মধ্যে পুলিশ বুধবার রাতে উপজেলা যুবলীগের সদস্য রামবাড়ি গ্রামের রতন ও যুবলীগকর্মী শক্তিপুর গ্রামের হৃদয়কে আটক করেছে।

মামলার এজাহারে বাদী বেদানা খাতুন উল্লেখ করেছেন, থার্টিফাস্ট নাইট উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের পৌর সদরের রূপপুরের বাড়িতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার ছেলে রাতে ওই অনুষ্ঠান দেখতে গেলে তুচ্ছ ঘটনায় শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারসহ তার ১৫/২০ জন কর্মী হামলা চালিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার জানান, অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে এলাকার লোকজন তাকে মারধর করেছে। আমি ঠেকিয়ে দিয়ে ক্ষুব্ধ লোকজনের হাত থেকে তাকে রক্ষা করেছি। তারপরেও প্রতিহিংসামূলকভাবে আমাকে জড়িয়ে তার মা মিথ্যা মামলা করেছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, মামলার পরপরই দুইজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :