বেপরোয়া বাসের চাকায় পিষ্ট রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১২:১৯| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১২:৪২
অ- অ+

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া রিকশাটি পুলিশ উদ্ধার করলেও আটক করতে পারেনি ঘাতক বাসটি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার সিএমপি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আনছার আলী (৪০) জয়পুরহাটের পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে ব্যাটারিচালিত ওই রিকশাটি ডিভাইডার দিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এসময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই রিকশাচালকের মাথা বাসের চাকায় পিষ্ট হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সাথে রিকশাটিও দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত রিকশাটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালকের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে ঘাতক বাসটিও শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/আইআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
মধুখালীর কোমরপুর গ্রামের দুইপক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলেন নাসিরুল ইসলাম
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিনজন ৬ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা