নোয়াখালীতে ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ১৮:৫৫| আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৮:৫৮
অ- অ+

মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে চাটখিল থানা পুলিশ গ্রেপ্তার করে সুধারাম মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে ভুলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মীরুপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

এর আগে শুক্রবার রাতে ‘জিনের বাদশা’ সাইফুল ইসলামকে সোনাইমুড়ী মসজিদের সামনে থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে নিয়ে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ বলছে, কয়েক বছর আগ থেকে প্রতারক সাইফুল ইসলাম ফোন করে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে আসছে। এ পরিচয় দিয়ে ২০১০ সালের ১০ নভেম্বর চাটখিল উপজেলার পশ্চিম পরকোর্ট গ্রামের হারুন রশিদের স্ত্রী নুর নাহারের কাছ থেকে বিভিন্ন সময়ে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সোহেল ও ভুলু নাম ব্যবহার করে তিন লাখ ৮০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়।

চলতি বছরের ১০ জানুয়ারি আবার একটি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের আংটি দেয়ার জন্য নোয়াখালী এলে নূর নাহার ও তার ছেলে প্রতারক সাইফুলকে সোনাইমুড়ি উপজেলা মসজিদের সামনে থেকে আটক করে। পরে তাকে চাটখিল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শনিবার দুপুরে চাটখিল থানা পুলিশ জিনের বাদশা সাইফুল ইসলামকে সুধারাম থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী নুর নাহার।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, প্রতারক কথিত জিনের বাদশাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা