অস্কার দৌড়ে এগিয়ে ‘জোকার’

বিনোদন ডেস্ক
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১০:১৬ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ০৯:৪৭

মোট ১১টি বিভাগে মনোনীত হয়ে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস-এ দাপট বজায় রাখল টড ফিলিপ্স পরিচালিত ‘জোকার’। সোমবার ঘোষণা হয়েছে ৯২তম এবারের অস্কারের মনোনয়ন তালিকা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা ওয়াকিন ফিনিক্স সেরা অভিনেতার মনোনয়ন তালিকায়। তার সঙ্গে সেরা ছবি, পরিচালনা, সিনেম্যাটোগ্রাফি-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘জোকার’।

অস্কারের মনোনয়নে সেরা ছবির তালিকায় আছে নয়টি নাম। সেগুলো হলো ‘ফোর্ড ভার্সাস ফেরারি’, ‘দি আইরিশম্যান’, ‘জোজো র‌্যাবিট’, ‘জোকার’, ‘লিটল উইম্যান’, ‘ম্যারেজ স্টোরি’, ‘নাইন্টিন সেভেন্টিন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, এবং ‘প্যারাসাইট’।

পরিচালকদের লড়াইয়ে এগিয়ে আছেন মার্টিন স্করসেসি, টড ফিলিপ্স, স্যাম মেন্ডিস, কোয়েন্টিন টারান্টিনো, বং জুন-হো। সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন অ্যান্টনিও ব্যান্ডেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ওয়াকিন ফিনিক্স, আড্যাম ড্রাইভার, জোনাথান প্রাইসের। সেরা অভিনেত্রীর তালিকায় আছেন সিন্থিয়া এরিভো, স্কারলেট ইয়োহানসন, সিওসা রোনান, শার্লিজ থেরন, রেনে জেলওয়েগার।

সেরা সহ-অভিনেত্রীর মনোনয়নে ক্যাথি বেটস, লরা ডার্ন, স্কারলেট ইয়োহানসান, ফ্লোরেন্স পিউ, মার্গো রবি। সেরা সহ-অভিনেতা টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জোয়ি পেসি, ব্র্যাড পিট।

সেরা বিদেশি ছবি করপাস ক্রিস্টি (পোল্যান্ড), হানিল্যান্ড (নর্থ ম্যাসিডোনিয়া), লে মিজারেবল (ফ্রান্স), পেন অ্যান্ড গ্লেরি (স্পেন), প্যারাসাইট (সাউথ কোরিয়া)। ৯ ফেব্রুয়ারি হবে অপেক্ষার অবসান। ওইদিনই ঘোষণা হবে অস্কার বিজয়ীদের নাম।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :