শাওমির দুই স্মার্ট গ্যাজেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১২:০৯
অ- অ+

নতুন দুই স্মার্ট গ্যাজেট আনল শাওমি। এগুলো হলো রেডমি স্পিকার প্লে এবং এসি ২১০০ মডেলের রাউটার। গত সপ্তাহে চীনের বাজারে ডিভাইস দুইটি ছেড়েছে শাওমি।

শাওমির প্রথম স্মার্ট স্পিকারে রয়েছে বিশেষ ভয়েস রিকগনিশন ফিচার। আর এসি ২১০০ রাউটারে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্প্লিফায়ার।

ডটেড ম্যাশ ডিজাইন তৈরি রেডমি এআই স্পিকার প্লেতে রয়েছে ৫ ওয়াটের স্পিকার। স্পিকারের উপরে রয়েছে পাঁচটা এলইডি ইন্ডিকেটর। সংস্থার নিজস্ব ‘ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট’-এর সাহায্যে চলবে এই স্মার্ট স্পিকার। মোট ১,৪০০টি পৃথক কাজ করতে সক্ষম এই স্পিকার। শাওমি, ফিলিপ্সসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ডিভাইস এই স্পিকার থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

অন্যদিকে শাওমির স্মার্ট রাউটারে রয়েছে ২.৪ গিগাহার্জ ও ৪ গিগাহার্জ ডুয়াল ব্যান্ড সাপোর্ট। সংস্থার দাবি, নতুন রাউটারে একসঙ্গে ১২৮টি ডিভাইস যুক্ত করা যাবে। ভাল নেটওয়ার্ক কভারেজের জন্য এতে রয়েছে ৬টি ‘হাই পারফর্মেন্স সিগনাল’ অ্যামপ্লিফায়ার।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা