যাত্রাবাড়ীতে বাসচাপায় প্রাণ হারালেন মামা-ভাগনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ০৮:৫০| আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১১:০৮
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মামা-ভাগনে। তারা হলেন আনোয়ার হোসেন এবং তার ভাগনে সালাউদ্দিন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন মামা-ভাগনে। এ সময় একটি বাস ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা বেগম জানান, দুই সন্তান নিয়ে তারা সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন আনোয়ার। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা