মেয়র হলে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে চান আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:৪৫ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:০৭
আতিকুল ইসলাম (ফাইল ছবি)

মেয়র নির্বাচিত হলে কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে চান ঢাকা উত্তর সিটি মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

শুক্রবার রাজধানীর মানিকদি, কালীবাড়ি, মিরপুর বাউনিয়া এলাকায় নির্বাচনের অষ্টম দিনের প্রচারণাকালে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিতে চাই, মেয়র, কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনবো। এছাড়া প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে সবাইকে নিয়ে টাউন হল মিটিং করবো। যে মিটিংয়ে কাউন্সিলরসহ এলাকার জনগণ উপস্থিত থাকবেন। এলাকার যত সমস্যা যা সমাধান হয়নি, এলাকার উন্নয়নে আর কি কি করা বাকি আছে, কোন কাজকে আগে করতে হবে, সমস্যা চিহ্নিত এবং তার সমাধানের উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে জনগণের কাছে আমাদের সবার জবাবদিহিতা থাকবে।’

ঢাকাকে বাসযোগ্য করতে নির্বাচনের ছয় মাসের মধ্যে কাজ শুরু করা হবে জানিয়ে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, ‘নয় মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি, সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ৩০ জানুয়ারি আপনারা যদি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ৬ মাসের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ।’

শুক্রবার উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে অষ্টম দিনের প্রচারণা শুরু করেন আতিকুল। কালিবাড়ি (বালুঘাট) বাউনিয়া মোড় থেকে গণসংযোগ শুরু করে মানিকদি, মাটিকাটা, লালসরাই এলাকায় গণসংযোগ করেন। দুপুরের পর ভাষানটেক, বাইগারটেক, আলব্দীটেক, বারনকোট, দামালকোট ও বিআরবি কলোনি এলাকায় গণসংযোগের কথা রয়েছে।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :