সুনামগঞ্জে মাটির নিচে মিলল প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১৯:৫০

সুনামগঞ্জের তাহিরপুরে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পেয়েছেন প্রতœতাত্ত্বিকরা। গত ৭ জানুয়ারি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী হলহলিয়া দুর্গে শুরু হওয়া খননকাজে এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

রাজবাড়ি দুর্গের ভেতরে একাধিক সুসজ্জিত কক্ষ ও দুর্গের প্রবেশ পথে একটি অনন্য আবাসিক ভবন ও পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেছে বলে জানান খননকাজে সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা মাসুক মিয়া জানান, ‘সরকারিভাবে তালিকাভুক্ত হওয়ায় এখানে সঠিকভাবে নিরবিচ্ছিন্ন গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে এখানকার প্রাচীন পটভূমি জানার সুযোগ ও প্রাচীন সভ্যতার ইতিহাসও উন্মোচিত হবে। প্রতœতাত্ত্বিক খননের কারণে এই এলাকায় পযর্টকদের আগমন বেড়েছে। খননকাজে প্রতিদিনেই নতুন নতুন কিছু পাওয়া যাচ্ছে।’

এ খননকাজের মাধ্যমে আরও প্রতœতাত্ত্বিক নিদর্শন খোঁজ পাবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

প্রতœতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান বলেন, ‘প্রাথমিক খননে আমরা এ স্থানে প্রাচীন সভ্যতা ও ইতিহাসের নানা প্রতœতাত্ত্বিক নিদর্শন পাই। এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর মন্ত্রণালয় প্রাচীন সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর খনন ও অনুসন্ধান করে এ ধ্বংসাবশেষ পাই।’

প্রসঙ্গত, হলহলিয়ায় দুর্গ ২০১৮-২০১৯ অর্থবছরে খননের উদ্যোগ নেয় প্রতœতত্ত্ব অধিদপ্তর। ২০১৮ সালের ১৪ নভেম্বর প্রথম দফা খননের পর অধিকতর খনন ও অনুসন্ধানের সুপারিশ ছিল। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয় হলহলিয়া দুর্গ ও রাজবাড়িকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে। এরপর প্রতœতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে গত ৭ জানুয়ারি অনুসন্ধান ও খননকাজ শুরু করে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :