ধোনিকে টপকে শীর্ষে কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৮:০২
অ- অ+

ব্যাট হাতে আরও এক রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে ভারতীয় অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে নয়া মাইলস্টোন সেট করলেন ‘দিল্লি বয়’। অধিনায়ক হিসেবে রান সংগ্রহের নিরিখে বুধবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে মাহিকে ছাপিয়ে গেলেন বিরাট। হ্যামিলটনে এদিন ব্যাট হাতে ২৫ রান পূর্ন করার সঙ্গে সঙ্গেই এই নজিরের মালিক হন ভারত অধিনায়ক।

৭২ ম্যাচে ৩৭.০৬ গড়ে ১,১১২ রান করে অধিনায়ক হিসেবে রান সংগ্রহের নিরিখে এতদিন তালিকার শীর্ষে ছিলেন ধোনি। বুধবার নয়া রেকর্ড গড়তে বর্তমান ভারত অধিনায়কের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। কেরিয়ারের মাত্র ৩৭ ইনিংসে ধোনির রেকর্ড ভেঙে ভারতীয় অধিনায়ক হিসেবে টি-২০’তে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। হ্যামিলটনে এদিন ২৭ বলে ৩৮ রানের ইনিংস আসে কোহলির ব্যাট থেকে। অর্থাৎ ৩৭ ইনিংসে অধিনায়ক হিসেবে কোহলির ঝুলিতে এখন ১,১২৬ রান।

তবে বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে টি-২০ রান সংগ্রহের নিরিখে প্রথম স্থানটা অবশ্যই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসির। ৪০ ম্যাচে ৩৭.৪৪ গড়ে প্লেসির সংগ্রহ ১,২৭৩ রান। দ্বিতীয়স্থানে রয়েছেন কিউইয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। অর্থাৎ সার্বিক পরিসংখ্যানে তালিকায় তৃতীয় নামটি কোহলির।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা