২৪ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৪
অ- অ+

সদ্য সমাপ্ত ঢাকা সিটি নির্বাচনে সড়কে অলিতে গলিতে এখনো থেকে যাওয়া ব্যানার-পোস্টার সোমবারের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবারের ভোটের পরদিন রবিবার বিকালে এ নির্দেশনার কথা জানিয়ে ইসি সচিব মো. আলমগীর বলেছেন, প্রার্থীদের নিজ খরচে এগুলো সরাতে হবে। তবে সরকারি সংস্থা এসব অপসারণ করলে প্রার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের বলেন, যে যে প্রার্থী প্রচার করেছেন আগামীকালের মধ্যে নিজ দায়িত্বে তারা পোস্টার অপসারণ করে নিয়ে যাবেন। তা না হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, যারা দায়িত্বরত আছেন তারা সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য যে বিধান আছে তাও মেনে নিতে হবে।’

এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যেই ব্যানার-পোস্টার সরিয়ে নিতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি)। নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট এবং দক্ষিণে ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা