চুয়াডাঙ্গায় ৫৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮
অ- অ+

২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ চুয়াডাঙ্গা। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭৪ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও সনদপত্র তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রায় সহস্রাধিক মানুষকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। তিনি বলেন, আজকে তোমরা যারা সংবর্ধিত হলে প্রত্যেকেই মেধাবী। তোমাদের স্বপ্ন দেখতে হবে, জীবনে অনেক বড় হওয়ার। যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয় না, তাই স্বপ্ন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, তোমাদের সামনে এখন অনেক পথ। এখন থেকেই নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে হবে। ভাল রেজাল্টের পাশাপাশি আলোকিত মানুষ হতে হবে। এজন্য উপস্থিত শিক্ষার্থীদের বই পড়ার পরামর্শ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মধ্য থেকেই আগামীতে কেউ হবে ডিসি কেউ এসপি কেউ বা হবে জজ। কিন্তু সবার আগে তোমাদের দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। কারণ দেশের প্রতি তোমাদের অনেক দায়বদ্ধ।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, তোমাদের মধ্যে থেকেই হয়ত কেউ এই দেশের একদিন নেতৃত্ব দেবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই পারবে এ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, তোমাদের সংবর্ধনা দিয়ে জেলা পুলিশ নিজেদেরকে সম্মানিত করল। কারণ তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের হাত ধরেই দেশ হবে উন্নত ও সমৃদ্ধশালী এক বাংলাদেশ। আর তাই তো এখন থেকেই লক্ষ্য ঠিক করে সামনে এগুতে হবে। তিনি উপস্থিত সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে এ সংবর্ধনার মান রাখতে হবে। সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে কৃর্তি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী রায়না রাব্বি ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেজা কাছিদ খান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গায় কর্মরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার উর্মি দেব।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা