ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ হিল কাফি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আবু বক্কর সিদ্দিক নামে একজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায়। নিহত আব্দুল্লাহ হিল কাফি সদর উপজেলার শাজাহান মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ হিল কাফি ও আবু বক্কর সিদ্দিক সকালে ময়মনসিংহ থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন। ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাফি ও সিদ্দিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কের আইল্যান্ডে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ ও এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাফিকে মৃত ঘোষণা করেন। পরে মোটরসাইকেল আরোহী সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা