গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩), সুমন (২৮), সিরাজুল ইসলাম (৪০) ও অজ্ঞাত একজন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢুকছিল। এ সময় লিংক রোড থেকে হাইওয়েতে উঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিজান নামে এক শ্রমিক নিহত হন। আহত হন ১১ জন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বদির ও সুমন মারা যান।

গুরুতর আহত নয়জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের মধ্যে ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে অজ্ঞাত একজন মারা যায়। এছাড়া দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যায় সিরাজুল মোল্লা।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি জানান, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা নির্মাণ শ্রমিক। তারা একটি ভবনের ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা