চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ডাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীরা সোবহান মিয়া (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝিপাড়া ডেঙ্গার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সোবহান মিয়া উপজেলার ভায়েলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

সোবহান মিয়ার বড় ভাই আমান উল্লাহ জানান, যাত্রীবেশে চারজন ছিনতাইকারী মুড়াপাড়া সিএনজি স্টেশন থেকে গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে সোবহান মিয়ার ইজিবাইকে উঠেন। পরে ইজিবাইকটি নিয়ে ডেঙ্গার বাড়ি এলাকায় পৌছাঁলে ছিনতাইকারীরা সোবহান মিয়ার গলায় ধারালো ছুরি ধরে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় ছিনতাইয়ে বাধা প্রদান করলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে সোবহান মিয়ার গলা কেটে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে করে সোবহান মিয়ার প্রায় গলার অর্ধেক অংশ কেটে যায়। ইজিবাইক নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আল-রাফি হাসপাতালে নিয়ে যান। তবে সোবহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা