লিডের পথে বিসিবি একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২২| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৯
অ- অ+

শুরুর ব্যাটিং ধস সামলে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিজে থিতু হয়েছেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক আল-আমিন জুনিয়র। বিসিবি একাদশের পক্ষে ষষ্ঠ উইকেটে এরই মধ্যে ১৫০ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান। দলকে লিডের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি উভয়েই এগোচ্ছেন তিন অঙ্কের ডিজিটের দিকে।

দলীয় ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। এমন পরিস্থিতিতে অধিনায়ক আল-আমিনের সাথে যোগ দেন তামিম। শুরুর ধাক্কা সামাল দিতে স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংকেই বেছে নেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দেখেশুনে খেলতে থাকেন আল-আমিনও।

৩ চার ও ৫ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন তামিম। এর কিছুক্ষণ পরই একই পথে হাঁটেন আল-আমিনও। যদিও ঝড়ো গতির অর্ধশতকের বিপরীতে অনেকটা আদর্শ টেস্ট মেজাজে ব্যাট করে মাইলফলক স্পর্শ করেন আল-আমিন। অর্ধশতক পরণের পর প্রতিপক্ষের বোলারদের ওপর আরও আধিপত্য বিস্তার করতে শুরু করেন বিসিবি একাদশের এই দুই ব্যাটসম্যান।

তাদের দাপুটে ব্যাটিংয়ে এ মুহূর্তে লিডের পথে স্বাগতিকরা।

এর আগে ৭ উইকেটে ২৯১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী জিম্বাবুয়ে। সফরকারীদের ইনিংসে অর্ধশতক হাঁকান দুই ব্যাটসম্যান কেভিন কাসুজা ও চার্ল মুম্বা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান আসে কাসুজার ব্যাট থেকে। তাছাড়া ৫৪ রানে অপরাজিত থাকেন মুম্বা।

স্বাগতিক বোলারেদের মধ্যে শাহাদাত হোসেন নেন সর্বোচ্চ তিনটি উইকেট। তাছাড়া আল-আমিন দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার 
বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা