ভারতে ৩০০০ টন সোনার মজুদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০
অ- অ+

ভারতের সবচেয়ে বড় সোনার মজুদের সন্ধান পেয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিএসআই।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, দেশটির উত্তর প্রদেশ রাজ্যের সোনভাদ্র জেলার মাটির নিচে ১২ লাখ কোটি রুপি মূল্যমানের তিন হাজার টন সোনার মজুদের খোঁজ মিলেছে।

সোনভাদ্রর খনি বিষয়ক কর্মকর্তা কে কে রাই শুক্রবার জানান, জেলার সোন পাহাড়ি ও হরদি এলাকায় এসব সোনার খনির সন্ধান মিলেছে।

প্রায় দুই দশক আগে ১৯৯২-৯৩ সালে জিএসআই সোনভাদ্রে সোনার খনির খোঁজে অনুসন্ধান শুরু করেছিল বলে জানান তিনি। শিগগিরিই ই-টেন্ডারের মাধ্যমে এই খনি দুটিকে নিলামে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোন পাহাড়ি খনিতে প্রায় ২৯৮৩ দশমিক ২৬ টন সোনার মজুদ এবং হারদি ব্লকে ৬৪৬ দশমিক ১৬ কিলোগ্রাম মজুদ রয়েছে বলে হিসাব করেছেন ভূতত্ত্ববিদরা, জানান এ কর্মকর্তা।

সোনার পাশাপাশি ওই এলাকায় আরও কিছু খনিজও পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

ওয়াল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্যানুযায়ী, বর্তমানে ভারতের মোট সোনার মজুদের পরিমাণ ৬২৬ টন। ওই দুই খনিতে নতুন আবিষ্কৃত সোনার মজুদ এর প্রায় পাঁচ গুণ।

যতদূর জানা যায়, ব্রিটিশ শাসকেরাই প্রথমে সোনাভদ্র অঞ্চলে সোনার খনি সন্ধানের উদ্যোগ নিয়েছিল। তবে অঞ্চলটি সম্প্রতি মাওবাদীদের তৎপরতার কারণেই বেশি খবরের শিরোনাম হচ্ছিল।

উত্তর প্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা সোনভাদ্র ভারতের একমাত্র জেলা যার সঙ্গে চারটি রাজ্যের সীমান্ত রয়েছে; এর পশ্চিমে মধ্য প্রদেশ রাজ্য, দক্ষিণে ছত্তিশগড়, দক্ষিণপশ্চিমে ঝাড়খাণ্ড ও পূর্বে বিহার।

ভারতে মূলত অলঙ্কারের জন্যই সোনা ব্যবহার করা হয়। দেশটি সোনার চাহিদা মেটাতে প্রতি বছর বিদেশ থেকে সোনা আমদানি করে। কিন্তু নতুন আবিষ্কৃত মজুদ উত্তোলন করা গেলে সোনা বাবদ আমদানি খরচ কমানো যাবে, দেশটির শিল্পমহল এমনটি মনে করছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

(ঢাকা টাইমস/২২ ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা