সিরাজগঞ্জে সিলিন্ডারের আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৪
অ- অ+
ফাইল ছবি

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্না ঘরে আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

রবিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৬০), ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫), তাদের ছেলে ছাইদুল ইসলাম (৩৮), ছাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩৫), তাদের দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন ও মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান (১০)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমসকে জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ ছয়জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা