গভীর রাত পর্যন্ত র‌্যাবের অভিযান

‘ভিট’ ও ‘গোরি’ তৈরি হচ্ছিল চকবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১২:৩৬

ভারতের হেয়ার রিমুভাল ক্রিম ‘ভিট’ ও পাকিস্তানের ‘গোরি’ ক্রিম তৈরির নকল কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। বুধবার রাতে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে প্রায় দুই কোটি টাকা মূল্যের বহুজাতিক বিভিন্ন পণ্য। এছাড়া চকবাজারে আরও আটটি নকল প্রসাধনী তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে বাহিনীটি। এ সময় একজনকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে গভীর রাত পর্যন্ত। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম। এসময় উপস্থিত ছিল র‍্যাব-১০ এর সদস্যরা।

সারওয়ার আলম ঢাকাটাইমসকে জানান, চকবাজারের দেবিদাস লেনের এই কারখানায় দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী তৈরি করে তা গুদামজাত করা হয়েছিল। তাছাড়া চক্রটি দীর্ঘদিন ভেজাল এসব পণ্য বাজারে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল নকল কসমেটিকস জব্দ করা হয়। যার মধ্যে বেশ কয়েকটি বহুজাতিক পণ্যও রয়েছে। এছাড়া কারখানাগুলোতে ভারতের হেয়ার রিমুভাল ক্রিম ‘ভিট’ ও পাকিস্তানের ‘গোরি’ ক্রিম তৈরি হচ্ছিলো।

সারওয়ার আলম জানান, আটটি কারখানায় নকল প্রসাধনী মিলেছে। এসব কিনে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছেন। পাশাপাশি এসব সামগ্রী ব্যবহারের ফলে ত্বকের নানারকম রোগ দেখা দিতে পারে। ভেজাল পণ্য তৈরি ও বাজারজাতের অপরাধে কারখানা ও ভবন মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে উৎপাদন ও বাজার নিষিদ্ধ বিপুল পলিথিন ও কারখানার পাওয়া গেছে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঢাকাটাইমস/৫মার্চ/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :