ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: মাদ্রাসাশিক্ষক আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ১৬:৩৮
অ- অ+

ভোলার দৌলতখান উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ায় মনসুর হেলাল ওরফে সফু মাস্টার নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। আটক মনসুর হেলাল উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও একই এলাকার আহাম্মেদের হাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতখান থানা পুলিশ মনসুর হেলালের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে শুক্রবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (হাজীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মনসুর হেলাল ওরফে সফু মাস্টার তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনককে নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক চারটি পোস্ট দেয়। এর প্রেক্ষিতে তাকে দৌলতখান থানা পুলিশ আটক করে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা