কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে ১০ হাজার জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:৪৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম লাল মিয়া।

রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এই জরিমানা করেন।

লাল মিয়ার বাড়ি উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামে। তিনি ১১ মার্চ সৌদিআরব থেকে গ্রামের বাড়িতে আসেন।

ইউএনও আশরাফুল আলম জানান, করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার সরকারি আদেশ রয়েছে। তবে এই আদেশ অমান্য করে লাল মিয়া বাড়ির বাইরে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে আসছেন। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

এরপর সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে সৌদিফেরত ওই ব্যক্তির বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, কেউ সরকারি এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার থেকে বিদেশফেরেত ব্যক্তিদের জেলায় হোম কোয়ারেন্টিনে রাখা শুরু হয়। এরপর থেকে জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় জেলার ছয়টি উপজেলায় নতুন করে ২৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সর্বশেষ রবিবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৭ জন, ঘিওরে ২০ জন শিবালয়ে ২১ জন, হরিরামপুরে ১০ জন, সিঙ্গাইরে ১৩ জন, সাটুরিয়ায় ৪০ জন এবং সদরে ১৩৬ জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তবে এদের মধ্যে ২১ জনকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বলা হয়। এই হিসেবে আজ বেলা ১২টা পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ২২৬ জনে।

ঢাকাটাইমস/১৫মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :