টাঙ্গাইলে দশম শ্রেণির ছাত্রীকে ‘গণধর্ষণ’

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ২২:০৫

টাঙ্গাইলের ভূঞাপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পারিবারিকভাবে মীমাংসায় ব্যর্থ হলে ওই ছাত্রীর বাবা থানায় চারজনের বিরুদ্ধে সোমবার বিকালে মামলা করেছেন। অভিযোগের পর রাতে অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ও দশম শ্রেণির ছাত্র রানা বাবু (১৬), আব্দুল খালেকের ছেলে ও ট্রাকচালক জাকারিয়া (২০)। এদেরকে দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলায় অভিযুক্ত আরো দুজন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। পলাতকরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের একই গ্রামের আব্দুল হালিমের ছেলে জীবন (২৩) ও বাদশা মিয়ার ছেলে সুজন (২০)।

মামলা বিবরণে জানা গেছে, রানা বাবু ওই ছাত্রীর ক্লাসমেট হওয়ায় স্কুলে আসা যাওয়ার সময় নানাভাবে উত্ত্যক্ত ও মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রানার প্রস্তাবে রাজি না হলে গত রবিবার রাতে ফোন করে বাইরে যেতে বলে। বের না হলে রানা বাবু তার অপর তিনজন বন্ধু মিলে ওই ছাত্রীর বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। প্রকৃতির ডাকে ছাত্রী ঘর থেকে বের হলে ওড়না দিয়ে মুখ চেপে ধরে বাড়ির ঝোঁপঝাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ওই ছাত্রী চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। পলাতক রয়েছে আরো দুজন। এদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :