নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ১৮:৪১

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে এক শিশু নিহতের ঘটনায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে থানায় ডেকে এনে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর আদলত এ নির্দেশ দেয়।

গ্রেপ্তার ইউপি সদস্য ডুমুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড জিরুয়া গ্রামের

আবুল কালাম আজাদ। তিনি ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার।

গত শনিবার বিকাল ৫টার দিকে সেনবাগ থেকে ছেড়ে যাওয়া ইউরিয়া সার ভর্তি একটি ট্রাক ডুমুরিয়া ইউপির হরিণকাটা পুলের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সেলিমের চা দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে চা দোকানদার সেলিম আহত হন। খবর পেয়ে ৪নং ওয়ার্ডের মেম্বার আজাদ ও তার লোকজন ঘটনাস্থল যায়। এসময় তিনি ও তার লোকেরা ট্রাকের সার লুট করার চেষ্টা করলে স্থানীয়রা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এসময় ঘটনাস্থলে শিশু আরিফুল ইসলাম তাদের পায়ের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, এ ঘটনায় নিহতের বাবা আজাদ মেম্বারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করার পর ওই ইউপি সদস্যকে আটক করা হয়।

এদিকে আসর নামাজের পর শিশুটির লাশ দাফনের পর সকল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

ঢাকাটাইমস/২২মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :