স্বাধীনতা দিবসে ব্রিটিশ হাইকমিশনারের শুভেচ্ছা

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
ভিডিও বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমি ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন স্বাধীনতা দিবসে বাংলাদেশের সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি।’
আজ বাংলাদেশের ৪৯মত স্বাধীনতা দিবস। বৈশ্বিক মহামারী রূপ পাওয়া কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ আজ ভিন্ন এক স্বাধীনতা দিবস পালন করছে।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ কিংবা প্যারেড স্কয়ারে কুচকাওয়াজও বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানও।
(ঢাকাটাইমস/২৬মার্চ/এনআই/এমআর)

মন্তব্য করুন