করোনাভাইরাস

কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১০:৫৪
অ- অ+

করনোভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। এতে এক জনের শরীরে ঠাঁই নেয়া ভাইরাস অন্যজনের সংস্পর্শে আসতে পারবে না।

করোনা প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতাও বেড়েছে অনেক। তবুও কেউ কেউ আছেন এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এজন্য সচেতন মানুষ বাধ্য করছেন সামাজিক দূরত্ব মেনে চলতে।

দেখা গেছে শহরের অনেক জায়গায় দোকানের সামনে তিন ফুট দূরত্বের চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ক্রেতারা আসলে ওই চিহ্নিত স্থানে দাঁড়াবেন। যেন এক জন অন্য জনের গা ঘেঁষে না দাঁড়াতে পারে।

এই কাজে ভলন্টিয়াররা মুদি দোকান, স্থানীয় কাঁচাবাজার ও ফার্মেসিগুলোর সামনে মার্কিং করার কাজ করে। দোকান মালিকদের জানানো হয় যে দুইজনের মাঝে ১ মিটার বা ৩ফিটের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ক্রেতাদের অনুরোধ করতে।

আপনিও আপনার এলাকায় এই কাজটি করতে পারেন। এভাবেই সবাই এগিয়ে এলেই আমরা করনোর সংক্রমণ থেকে বাঁচতে পারবো। সবাই সুস্থ্য থাকি। করোনা মোকাবেলায় এগিয়ে আসি।

ঢাকাটাইমস/২৮মার্চ/এসকেএস/এজেড

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’: প্রেস সচিব শফিকুল আলম শেয়ার করলেন নিউটনের কবিতা দিয়ে
শহীদের রক্ত, বিপ্লব সমুন্নত হোক: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা