প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহে বিআইএ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৫:০৭
অ- অ+

করোনা সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দিতে যাচ্ছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

এরইমধ্যে অর্থ সংগ্রহের জন্য দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর কাছে মানবিক আবেদন করেছেন সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই বীমার কাজ। তাই দুর্যোগের এই মূহুর্তে বীমা মালিকদের সংগঠন বিআইএ দূরে থাকতে পারে না। এ জন্য আমাদের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন রবিবার সন্ধ্যায় বীমা কোম্পানিগুলোর কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

সেক্রেটারি জেনারেল আরও জানান, দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সামর্থ অনুযায়ী আর্থিক সহায়তা দিতে বলা হয়েছে। আগামী ৬ ও ৭ এপ্রিল বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত বিআইএ কার্যালয়ে এসব অর্থ জমা নেয়া হবে। এরপর সব কোম্পানির অর্থ একসঙ্গে করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে।

ঢাকাটাইমস/ ৩০মার্চ/ আরএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা