সাত ফান্ডে দান করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১০:৪১
অ- অ+

‘রাত কে বাদ নয়ে দিন কী সহর আয়েগি, দিন নহি বদলেগা, তারিখ বদল জায়েগি।’ সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটা স্ট্যাটাস দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার এই পোস্টের জন্যই এতদিন অপেক্ষা করছিলেন ভক্তরা। সঙ্গে আক্ষেপও ছিল। কারণ করোনার সাহায্যে সালমান খান, অক্ষয় কুমার ও হৃত্বিক রোশনরা এগিয়ে আসলেও কিং খানের নাম তখনও শোনা যায়নি।

ভক্তদের সেই আক্ষেপ পূরণ করলেন শাহরুখ খান। তবে একটি দুটি নয়, করোনা মোকাবিলায় সাতটি ফান্ডে অর্থ সাহায্য করেছেন বলিউডের সবচেয়ে ধনী এই তারকা। সেগুলোর মধ্যে রয়েছে পিএম কেয়ারস ফান্ড, মহারাষ্ট্র চিফ মিনিস্টার’স রিলিফ ফান্ড, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ফর হেল্থকেয়ার প্রোভাইডারস, এক সাথ-দি আর্থ ফাউন্ডেশন, রোটি ফাউন্ডেশন, ওয়র্কিং পিপল’স চার্টার, সাপোর্ট ফর অ্যাসিড অ্যাটাক সারভাইভার ফান্ড।

তবে এই সাত ফান্ডে শাহরুখ খান মোট কত টাকা দান করেছেন তা উল্লেখ করেননি। এদিকে শুধু অর্থ সাহায্য নয়, করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতেও নানা কর্মর্সচি হাতে নিয়েছেন কিং খান। তারই অংশ হিসেবে তিনি ভারতবাসীকে আবেদন জানিয়েছেন, কিছু দিন একে অপরের কাছ থেকে একটু দূরে থাকার জন্য।

ঢাকাটাইমস/০৩এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা