কুড়িগ্রামে করোনা আক্রান্ত সন্দেহে দু’জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৯:৫৫
অ- অ+

কুড়িগ্রামে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার তাদের নমুনা রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের পরিবারকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পৌরসভা এলাকার কলেজ পাড়াস্থ তালতলা গাছবাড়ি গ্রামের এক যুবক ঢাকা থেকে ফেরার পর জ্বর, মাথাব্যথা ও সর্দি-কাশিতে ভুগছেন। খবর পেয়ে শনিবার দুপুর ১টার পরে ওই যুবকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এসময় ওই যুবকসহ তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

এদিকে জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের এক যুবক নারায়ণগঞ্জ থেকে ফেরার পর একই লক্ষণ দেখা যায়। খবর পেয়ে গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করা হয়।

জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান জানান, তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হলে ওই এলাকা দুইটি লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি এ নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা