প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী চান শেরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ০০:৫৫
অ- অ+

করোনাভাইরাসের কারণে ঘরে বসে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণসামগ্রী পায়নি। এমনকি এ পর্যন্ত কোন প্রকার সরকারি সহায়তা পাচ্ছে না তারা। এখানকার অধিকাংশ পরিবারগুলো দারিদ্র সীমার নিচে বসবাস করে। কথাগুলো বলছিলেন, শেরপুরের নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা। তিনি সরকারি সহায়তা পাওয়ার দাবি জানান।

ঝিনাইগাতীর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অবিনাশ সাংমা বলেন, জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর আদিবাসীরা এখন পর্যন্ত সরকারি কোন সহযোগিতা পায়নি। আদিবাসী অধ্যুষিত এ তিন উপজেলায় প্রায় অর্ধলক্ষ মানুষের বাস। এ অঞ্চলে বেসরকারি উদ্যোগে যে সহায়তা পাওয়া গেছে, তা চাহিদার তুলনায় খুবই কম।

নালিতাবাড়ী বারমারী ক্যাথলিক প্যারিস কাউন্সিলের সাধারণ সম্পাদক জন মাংসাং, গ্রাম মাতব্বর রবিন রাকসাম, সুবল ম্রং ও পিন্টু নেংমিনজা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে বেসরকারি সংস্থার উদ্যোগে পোড়াগাঁও, সমেশ্চুড়া, খলচান্দা ও ডালুকোনায় গারো, কোচ ও হাজংদের মাঝে শনিবার বিকালে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বারমারী খ্রিস্টান ধর্মপল্লীর পাল পুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান বলেন, খ্রিস্টান মিশন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের নিজস্ব অর্থায়নে স্থানীয়দের মাঝে ১৭০টি মাস্ক, ২৫০টি সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়েছে।

স্বেচ্ছাসেবক অলি জেংচাম, লোপা জেংচাম, পূজা মাংসাং, রিতু চাম্বুগং ও দিব্য চাম্বুগং বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রমণে মরণ ছোবল সম্পর্কে আদিবাসী সম্প্রদায়ের কোন ধারনাই নেই। তাই তাদের মাঝে সচেতনতা বাড়াতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অধিক সুরক্ষার জন্য নিজ বাড়িতে অবস্থান করা সম্পর্কে ধারণা দিতে আমরা স্ব-উদ্যোগে যথাসাধ্য চেষ্টা করছি।

এ সম্পর্কে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। এছাড়া আদিবাসী অধ্যুষিত এলাকার ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যদের মাধ্যমে ওইসব এলাকায় সচেতনতামূলক লিফলেট এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেয়া হয়েছে। অন্যদিকে যদি কেউ এসব সুবিধার আওতার বাইরে থেকে থাকে তাহলে বিষয়টি মনিটরিং করা হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা